Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সমাজসেবা মানেই পূণ্যের কারখানা
ডাউনলোড
সমাজসেবা মানেই পূণ্যের কারখানা
।। আশিকুল কায়েস।।
 
জিটুপি পদ্ধতিতে ভাতাভোগীদের ভাতার টাকা প্রেরণে কম-বেশি ভুল সকল উপজেলায় বিদ্যমান। মোবাইলে টাকা যাচ্ছে অথচ টাকা ক্যাশ আউট হচ্ছেনা, মোবাইল নাম্বার ভুল থাকার কারণে ভাতাভোগীর অর্থ না পাওয়া এমনকি নগদ একাউন্টের পিন নাম্বার না জানা ও হারিয়ে ফেলা একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাড়িয়েছে। অফিস আওয়ার শুরু থেকে ভাতাভোগীদের উপচে পড়া ভিড় এখন সমাজসেবা অফিসে সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভাতাভোগীদের টাকা প্রেরণে পিন নাম্বার ভুল সংশোধনের ব্যাপারে নগদ কোম্পান্নি গা এড়িয়ে গেলেও সমাজসেবা অফিসের কর্মকর্তা কর্মচারিদের এখন নাকানিচুবানি খাওয়ার মত অবস্থা।
 
ক্রমশই নিদারুন সমস্যার সম্মুখিন আর কর্মচারিদের প্রতিদিনের অদম্য সংগ্রাম পরিস্থিতিতে জীবনের উপর দিয়ে ঝড় চলে প্রায়ই। তারপরও কর্মচারিদের মুখে রয়েছে এক ঝলক হাসি। অসহ্য পরিশ্রম আর যন্ত্রনাদায়ক কাজের বিপরীতে অফিস সময় বিকাল ৫.০০টায় ছুটি অনেক আগেই উঠে গেছে। রাতে যখন বাসায় ফেরা হয়- একঝলক হাসি আর সরকারি চাকুরি শব্দটা নামের মধ্যে একরকম আনন্দ অন্যান্য কর্মচারীদের কতটুকু উৎসাহ জোগায় একতমাত্র সেইসকল কর্মচারিরাই খুব বেশি ভালো জানেন। রাতে আমারতো ঘুম হয়না, আমার স্ত্রী নাকি ঘুমের মধ্যেই পেরোলের হিসেব নিকেশের বুলি শুনতে পায়।
 
সমাজসেবা অফিসের অন্যান্য সকল কার্যক্রম নিয়ে কর্মচারিরা এমনিতেই টাল খেয়ে বসে থাকেন, তার উপর ভাতার বাড়তি চাপ আর প্রান্তিকের উচ্চস্তরের কার্যক্রম নিয়ে সমাজসেবা অফিস কর্মচারীদের আধমরা অবস্থা। তারপরও এর মধ্যে দিয়ে আমাদের মত কর্মচারীদের একএকটা দিন বেঁচে থাকার প্রচেষ্টা মাত্র। কষ্ট কি আর সুখ জিনিসটা কি তা একমাত্র নিজেকে টিকিয়ে রাখার ক্ষেত্রে বুঝতে পারি।
 
স্বপ্ন দেখি একটা ভাল মানুষ হওয়ার। চেষ্টাতো করি সৃজনশীলতার সাথে পথচলার। প্রতিটা দিন কতটুকু ভালো হতে পারছি জানিনা। এব্যাপারে চিন্তা করার মত যথেষ্ট সময় আছে কিনা সে বিষয়ে ভাবার সময় হাতে নেই।
তারপরও সমাজসেবা মানেই মানুষের সাথে মিশে থাকা। সকল কর্মচারীবৃন্দ মানুষের সাথে মিশে একপ্রকার ভালো কাজ করছি বলে নিজেকে জাহির করেন। আমরা আসলেই কতটা ভালো কাজ করছি তা নিজের কাছে প্রশ্ন করলে হয়তো সমাধান পাওয়া যাবে। যুক্তি তর্ক আর বিশ্লেষণ দিয়ে বলতে পারি সমাজসেবা মানেই পূণ্য জোগাড় করার একটি কারখানা। আমাদের যাদের পরবর্তী জীবনের উপর বিশ্বাস আছে তাদের জন্যই সমাজসেবা একটি অন্যরকম তীর্থ স্থান।
 
জীবনের উপর দিয়ে যতই ঝড় আসুক না কেন, ভালো কাজ করছি বলেই এটাই আমাদের শান্তনা।
 
লেখক: আশিকুল কায়েস
অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক